Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার বিবরণ

কৃষি বিপণন বিষয়ক সেবার তালিকা:

১.সকল শ্রেণীর কৃষক/উদ্দ্যেক্তাগণকে কৃষি প্রক্রিয়াজাতকরণ এবংবিপণন সংক্রান্ত পরামর্শ প্রদান।

২.প্রকল্প/কর্মসূচীর আওতায় কৃষক বিপণন দলকে প্রযুক্তির আওতায় নিয়ে আসা।

৩.কৃষি বিপণন সর্ম্পকিত পরিকল্পনা তৈরি করা।

৪.পণ্যের যৌক্তিক মূল্য বাস্তবায়ন।

৫.সকল ধরনের (কৃষিপণ্য) ব্যবসায়ীকে লাইসেন্স প্রদান ।

৬.বাজার সংযোগ স্থাপন।

৭.এ্যাপস এবং মোবাইলের মাধ্যমে কৃষিপণ্য বিপণন।

৮.জেলা সদর বাজারের প্রধান প্রধান কৃষিজাত পণ্যের খুচরা ও পাইকারি দৈনিক বাজারদর।

৯.জেলায় সরাসরি কৃষক এর উৎপাদিত পণ্যের কৃষকপ্রাপ্ত ও মৌসুমী ফসলের বাজারদর।

৯. কৃষিপণ্যে বাজার নিয়ন্ত্রণ আইনের আওতায় সকল প্রজ্ঞাপিত বাজারের কৃষিপণ্যের বাজারকারবারীদের নতুন লাইসেন্স গ্রহণ ও নবায়ন।

১০.সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত সংস্থার চাহিদাপত্রানুযায়ী স্থানীয় চলতি বাজারদর প্রদান।

১১.কৃষিপণ্যের মূল্য সংযোজন  ও  প্রক্রিয়াজাতকরণে কার্যকর সহায়তা প্রদান।

১২.কৃষি পণ্যের মজুদ,সরবরাহ,বিপণনে সহায়তা প্রদান।

১৩.বীজ ডিলারদের বীজ বিক্রয়ের অনুমতির মাধ্যমে লাইসেন্স প্রদান।

১৪.কৃষকের উৎপাদিত পণ্য বিপণনের মাধ্যমে ন্যায্যমুল্য প্রাপ্তিতে সহায়তা করা।

১৫.বাজার মুল্য ,মজুদ ,সরবরাহ সঠিকভাবে হচ্ছে কি না সে বিষয়ে বাজার মনিটরিং।